home

সব  (ALL)

“ভিসা”র মানে হচ্ছে- “প্রবেশ অনুমতি যাচাইকরণ”, যার মাধ্যমে একটি দেশের কর্তৃপক্ষ কিংবা রাষ্ট্র-প্রতিনিধি ভিন্ন দেশের নাগরিকদের আবেদন পর্যালোচনার পর সেই দেশের অভ্যন্তরে প্রবেশ অনুমোদন করে অথবা সুপারিশ করে।

কোন ব্যক্তি যদি বিদেশে যেতে চায়, তাহলে তার অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে এবং যে দেশে যেতে ইচ্ছুক, নিজ দেশে অবস্থিত সেই দেশের দূতাবাস কিংবা রাষ্ট্র-প্রতিনিধির অফিস থেকে ভ্রমণর আগেই সেখানে যাবার কারণ ব্যাখ্যা করে ভিসা সংগ্রহ করতে হবে (যদি ভিসা প্রয়োজন হয়)। কোরিয়ার সাথে যে ৯০টি দেশের ভিসা মওকুফ চুক্তি আছে, একজন কোরিয়ার নাগরিক যদি সেই দেশগুলোর কোন একটিতে যেতে চায় এবং চুক্তিতে উল্লিখিত সময়ের মধ্যেই অবস্থান করতে চায়, তাহলে তার আর ভিসার প্রয়োজন হবে না।

কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করার জন্য ভিসা হচ্ছে একটি মৌলিক প্রয়োজনীয়তা; তবে, যদি কোন বিদেশী নাগরিক কোরিয়া প্রজাতন্ত্রের সাথে ভিসা মওকুফ চুক্তির আওতাধীন কোন দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি ভিসা ছাড়াও কোরিয়ায় প্রবেশ করতে পারবেন।

본 부분은 페이지 네비게이션 부분입니다.

1
  • bookMark
  • history
  • 다국어 맞춤형 법령정보 다국어 맞춤형 법령정보